সরকারি চাকরি পেতে চান! তাহলে রয়েছে সুখবর। বেশ কিছু পদে কর্মীনিয়োগ করছে পূর্বরেল। পরীক্ষা দিতে হবে না। শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করে নেওয়া হবে। কাদের নিয়োগ করবে, ভারতীয় রেল, জেনে নিন বিশদে।
শূন্যপদ
ভারতীয় রেলে মোট ৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। স্টেট রেভেনিউ অফিসার পদে ৪ জন ও স্টেট ফরেস্ট অফিসার পদে ২ জন প্রার্থী নিয়োগ করবে রেল।
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীর বয়স, ৬৫ বছরের কম হওয়া বাধ্যতামূলক।
অভিজ্ঞতা
আবেদনকারী প্রার্থীদের সার্ভে, ল্যান্ড রেকর্ড আপডেট করা, রাজ্য সরকারের থেকে বন ও বন্যপ্রাণী সংক্রান্ত প্রকল্পের ছাড়পত্র আনার অভিজ্ঞতা থাকতে হবে। যে এলাকা বা জেলায় শূন্যপদ আছে, সেখান থেকেই অবসর নিতে হবে আবেদনকারীকে।
প্রার্থী বাছাই
সঠিক প্রার্থীকে বাছতে স্ক্রিনিং কমিটি তৈরি করা হয়েছে। ইন্টারিভিউর পর তাদের সিদ্ধান্তই চূড়ান্ত।
বেতন
চুক্তির সময়কালে মাসিক বেতনই দেওয়া হবে প্রার্থীদের। অবসর নিলে প্রার্থী যে বেসিক পেনশন পেতেন, তা বাদ দিয়ে বেতন দেওয়া হবে। চুক্তির সময়কালে DA, HRA দেওয়া হবে না। সরকারি কাজে বাইরে গেলে ভাতা দেবে সরকার।
কীভাবে আবেদন
নিয়োগের বিজ্ঞপ্তিতে যা যা ডকুমেন্ট চাওয়া হয়েছে, সব জমা দিতে হবে। ইন্টারভিউয়ের জন্য সাম্প্রতিক ছবি, PPO-এর প্রতিলিপি, আধার কার্ড ও প্যান কার্ড নিয়ে যেতে হবে।
ইন্টারভিউয়ের দিন
আগামী ৩০ সেপ্টেম্বর এই ইন্টারভিউ নেবে পূর্ব রেল
রিপোর্টিং টাইম- সকাল ১১টা