নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় রেল (Railway Recruitment ) । একাধিক পদে নিয়োগ করবে রেল । মাধ্যমিক পাশ করলেই মিলবে সুযোগ । অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে । www.secrindianrailways.gov.in – এ গিয়ে আবেদন করতে পারেন আগ্রহী প্রার্থীরা । ২১ অগাস্ট আবেদনের শেষ তারিখ ।
মোট শূন্যপদ ১,০১৬ টি । অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট , টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে । প্রত্যেক পদে আসন খালি রয়েছে যথাক্রমে ৮২০টি, ১৩২ টি ও ৬৪টি ।
শূন্যপদে আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনকারীদের সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতূল্য ডিপ্লোমা পাশ করতে হবে ।
আরও পড়ুন, Prasar Bharati recruitment: প্রসার ভারতীতে খবর পড়ার সুযোগ, মাসিক বেতন ৩৫ হাজার
প্রথমে www.secrindianrailways.gov.in ওয়েবসাইটে যেতে হবে
রিক্রুটমেন্ট, প্রেস রিলিজ ট্যাবে ক্লিক করুন
পরবর্তী পদক্ষেপ রিক্রুটমেন্ট লিঙ্কে ক্লিক করা
এরপরই আপনার সামনে খুলে যাবে আবেদন পত্র
ঠান্ডা মাথায় আবেদনপত্র পূরণ করুন
তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে দিন
সাবমিট অপশনে ক্লিক করলেই জমা হয়ে যাবে আবেদন পত্রটি
১৯০০০ থেকে ৪০,০০০ পর্যন্ত
কম্পিউটার টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশন হবে । তারপর যোগ্য প্রার্থী বাছাই করে নিয়োগপত্র দেওয়া হবে ।