চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ভারতীয় রেল (Railway Rcuitment 2022)। মাধ্যমিক পাশ (Madhyamik Pass) করলেই এই পদে আবেদন করতে পারবেন। রেলে চাকরি করার ইচ্ছে আছে, এমন চাকরিপ্রার্থীদের কাছে এটা বড় সুযোগ। নর্থ সেন্ট্রাল রেলে (North Central Division) শিক্ষানবীশ পদে নিয়োগ হবে। কতগুলি শূন্যপদ, কীভাবে আবেদন করবেন, জেনে নিন বিস্তারিত।
কোথায় নিয়োগ
ভারতীয় রেলওয়ে, নর্থ সেন্ট্রাল
আরও পড়ুন: সত্যজিৎ-ঋত্বিক-মৃণালদের দাপটেও অক্ষুণ্ণ ছিল তরুণ মজুমদারের গল্প বলার সহজ ধরন
শূন্যপদ
রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে মোট ১৬৫৯টি শিক্ষানবীশ পদে নিয়োগ করা হবে।
কীভাবে আবেদন
rrcpryj.org-এই সাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ দিন
RRC NCR শিক্ষানবীশ পদে ২ জুলাই, ২০২২ থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে। এই পদে আবেদনের শেষ দিন ১ অগাস্ট, ২০২২
যোগ্যতা
১০+২ পদ্ধতিতে স্বীকৃত কোনও প্রতিষ্ঠানে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। এছাড়া NCVT বা SCVT-তে প্রাসঙ্গিত ট্রেডে ITI ডিপ্লোমা থাকতে হবে।
প্রার্থী বাছাই
মেধার ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হবে। দশম শ্রেণি ও ITI উভয় নম্বরকে সমান গুরুত্ব দেওয়া হবে। যার ভিত্তিতে মেধাতালিকা তৈরি হবে।
আবেদন ফি
এই পদের আবেদন করার ফি ১০০ টাকা। সংরক্ষিত, মহিলা ও PWD প্রার্থীদের ফি লাগবে না।