রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। দীর্ঘ পাঁচ বছর পর ভারতীয় রেলের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম
স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট।
শূন্যপদ
সবমিলিয়ে মোট ৮১১৩ শূন্যপদে এই নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
স্নাতক পাস করলেই স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার, গুডস ট্রেন ম্যানেজার পদে আবেদন করা যাবে। জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য প্রার্থীকে কম্পিউটারে ইংরেজি কিংবা হিন্দি ভাষায় টাইপিং জানতে হবে।
মাসিক বেতন
স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার পদে বেতন ৩৫,৪০০ টাকা ধার্য করা হয়েছে। গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে বেতন ২৯,২০০ টাকা।
বয়সসীমা
এই পদে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি
এই পদের জন্য অনলাইনে www.rrbapply.gov.in ওয়েবসাইটৈ আবেদন করতে হবে।
আবেদন ফি
অনলাইনে আবেদন করার জন্য জেনারেল এবং ওবিসি প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০০ টাকা জমা করতে হবে। এক্ষেত্রে পরীক্ষা দিলে ৪০০ টাকা ফেরত পাওয়া যাবে।
তফশিলি জাতি উপজাতি এবং মহিলাদের জন্য ফি ধার্য করা হয়েছে ২৫০ টাকা। পরীক্ষা দিলে পুরো টাকাই ফেরত পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ
১৩ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।