ইন্টেলিজেন্স ব্যুরোতে দেশজুড়ে ২২৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। উত্তীর্ণদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে নিয়োগ করা হবে। দেশের যেকোনও রাজ্যের বাসিন্দারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। জেনে নিন এই নিয়োগের খুঁটিনাটি বিষয়-
পদের নাম-
অ্য়াসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার পদে নিয়োগ করা হবে।
শূন্যপদ
মোট শূন্যপদের সংখ্যা ২২৬টি। তার মধ্যে কম্পিউটার সায়েন্স অ্য়ান্ড ইনফরমেশন টেকনোলজির শূন্যপদ ৭৯টি এবং ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন বিভাগে শূন্যপদ ১৪৭টি।
বয়সসীমা-
আবেদনকারীর বয়সসীমা ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী তপশিলি জাতি ও উপজাতির আবেদনকারীরা বয়সসীমা ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীদের যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BE, B.Tech উত্তীর্ণ হতে হবে।
বেতন-
যে সফল প্রার্থীদের নিয়োগ করা হবে শুরুতেই তাঁদের বেতন হবে ৪৪ হাজার ৯০০ টাকা থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকার মধ্যে।
নির্বাচন পদ্ধতি
GATE- স্কোরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। এবং বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
আবেদন পদ্ধতি-
অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য mha.gov.in এই ওয়েবসাইট ভিজিট করুন।