ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। শিক্ষানবিশ পদে দেশজুড়ে যোগ্য প্রার্থী নিয়োগ করবে এই সংস্থা।
১০ নভেম্বর থেকে এই পদের জন্য আবেদন করা শুরু হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। www.iocl.com কিংবা www.iocrefrecruit.in সাইটে গিয়ে।
মোট ৪৬৫ জনকে শিক্ষানবিশ পদে নিয়োগ করবে এই সংস্থা।
পূর্বাঞ্চলের পাইপলাইন - পশ্চিমবঙ্গে শূন্যপদ রয়েছে ৪৫টি, বিহারে ৩৬টি, আসামে ২৮টি, উত্তরপ্রদেশে আছে ১৮টি।
উত্তরাঞ্চলের পাইপলাইন - হরিয়ানায় ৪০টি, পাঞ্জাবে ১২টি, দিল্লিতে ২২টি, উত্তরপ্রদেশে ২৪টি, উত্তরাখণ্ডে ৬টি, রাজস্থানের ৩টি, হিমাচল প্রদেশে ৩টি।
দক্ষিণ পূর্বাঞ্চলের পাইপলাইন- ওড়িশায় ৪৮টি, ছত্তিসগড়ে ৬টি, ঝাড়খন্ডে ৩টি।
দক্ষিণাঞ্চলের পাইপ লাইন - তামিলনাড়ুতে ৩৪টি, কর্নাটকে ৭টি।
পশ্চিমাঞ্চলের পাইপলাইন- গুজরাটে ৮৭টি, রাজস্থানে ৪৩টি।
এই পদে আবেদন করার জন্য মেকানিক্যাল তিন বছর, ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনও শাখায় পূর্ণ সময়ের ডিপ্লোমা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট থাকতে হবে।
১৮ থেকে ২৪ বছর বয়সি ভারতীয়রা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কোনও ফি লাগবে না।
প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্টের মাধ্যমে উপযুক্ত যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।