রেলে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি। এবার অভিজ্ঞ রেলওয়ে কর্মীদের নিয়োগ করবে আইআরসিটিসি। এজিএম/ইনফ্রা পোস্ট পদে নিয়োগ করা হবে। আবেদনের শেষ দিন ৯ ডিসেম্বর।
এই পদে ন্যূনতম বেতন ১৫ হাজার ৬০০ টাকা। সর্বাধিক বেতন ৩৯ হাজার ১০০ টাকা।
৫৫ বছর বয়স পর্যন্ত এই পদে আবেদন করা যাবে। সংরক্ষিতরা বয়সের ক্ষেত্রে কিছু ছাড় পাবেন সরকারি নিয়ম অনুসারে।
আবেদনকারীকে ভারতীয় রেলের জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেড সিভিল ইঞ্জিনিয়ারিং অফিসার পদে উত্তীর্ণ হতে হবে।
আবেদনের জন্য একটি নির্দিষ্ট ফরম্যাট থাকবে। কর্পোরেট অফিস / আইআরসিটিসি নয়াদিল্লিতে গত ৩ বছরের ভিজিল্যান্স পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। D & AR ক্লিয়ারেন্স এবং APARS রয়েছে এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
deputation@irctc.com এই মেল আইডিতে আবেদন পাঠাতে হবে। যোগ্য প্রার্থীদের সব সার্টিফিকেট স্ক্যান করে পাঠাতে হবে। ফর্ম পূরণ করে তারও স্ক্যান কপি মেল আইডি-তে পাঠাতে হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ৯ ডিসেম্বরের মধ্যে আবেদন পত্র জমা দিতে হবে।