কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন তথা আইআরসিটিসি । শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া । আইআরসিটিসি-র কলকাতার আঞ্চলিক অফিস থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । পটনার অফিসে কর্মী নিয়োগ করা হবে । ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অফলাইন ও অনলাইনে আবেদন করতে পারবেন । কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা থেকে বেতন, খুঁটিনাটি জেনে নিন ।
পদের নাম
কনসালট্যান্ট বা পরামর্শদাতা (এক বছরের জন্য)
শূন্যপদ
১টি
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের ভারতীয় রেলের কমার্শিয়াল/ অপারেটিং বিভাগ থেকে অবসরপ্রাপ্ত আধিকারিক হতে হবে
বয়সসীমা
আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে
বেতন
বেতন হতে পারে এক লাখের কাছাকাছি । সংস্থার নিয়ম মেনেই বেতন ধার্য করা হবে
আবেদন পদ্ধতি
আবেদনের ক্ষেত্রে আবেদনপত্র-সহ অন্যান্য নথি কলকাতার আঞ্চলিক অফিসের ঠিকানায় পাঠাতে হবে । সেইসঙ্গে নথি পাঠাতে হবে মেল আইডি hrdkolkata@irctc.com.-এ ।
বাছাই পদ্ধতি
সংশ্লিষ্ট পদের জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য কর্মী বেছে নেওয়া হবে
আবেদনের শেষ তারিখ
আবেদনের শেষ তারিখ হল ১০ মে