ইসরোর বিক্রম সারাভাই স্পেস সেন্টারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। একজন ভারী যান চালক ও একটি হালক যানচালক নিয়োগ করা হবে। ১৩ নভেম্বর থেকে কর্মীনিয়োগ শুরু হয়ে যাবে। ইসরোর VSSC-তে অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনেই আবেদন করা যাবে।
শূন্যপদ
মোট ১৮টি শূন্যপদ আছে।
পদ
ভারী যান চালক ও হালকা যান চালক পদে কর্মী নিয়োগ করা হবে।
যোগ্যতা
আবেদনকারী প্রার্থীকে দশম শ্রেণি বা মাধ্যমিক পাশ করতেই হবে। LVD লাইসেন্সও থাকতে হবে আবেদনকারীর। হালকা যান চালকের তিন বছরের চালকের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের শেষ দিন
১৩ নভেম্বর থেকে আবেদন জমা নেওয়া শুরু হবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ২৭ নভেম্বর।