ইন্দো টিবেটিন বর্ডার পুলিশ ফোর্সে নিয়োগ করা হবে শতাধিক মেডিক্যাল অফিসার। ইতিমধ্যে আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জেনে নিন ওই পদগুলির জন্য বিস্তারিত তথ্য-
মোট শূন্যপদ- যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে জানানো হয়েছে ৩৪৫ জনকে নিয়োগ করা হবে।
কোন কোন পদে নিয়োগ করা হবে?
সুপার স্পেসালিটি মেডিক্যাল অফিসার সেকেন্ড ইন কমান্ড, সুপার স্পেসালিটি মেডিক্যাল অফিসার ডেপুটি কমান্ডান্ট, মেডিক্যাল অফিসার অ্য়াসিস্ট্যান্ট কমান্ডান্ট পদে নিয়োগ করা হবে।
বয়সসীমা-
ওই পদগুলিতে আবেদনের জন্য সর্বনিম্ন বয়স থাকতে হবে ১৮ বছর।
কবে থেকে আবেদন-
বুধবার অর্থাৎ ১৬ অক্টোবর ২০২৪ থেকে আবেদন করতে পারবেন ইচ্ছুকরা।
আবেদন ফি
ওই পদগুলির জন্য আবেদন ফি ৪০০ টাকা রাখা হয়েছে। তবে তপসিলি জাতি ও উপজাতির জন্য আবেদন ফি রাখা হয়নি।
আবেদনের শেষ দিন-
১৪ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের সময় কী কী সঙ্গে রাখবেন?
আবেদন করার সময় অবশ্যই ভোটার কার্ড, আধার কার্ড, ডিজিট্যাল ফটো, ডিজিট্যাল সই সঙ্গে রাখবেন।
কবে পরীক্ষা-
পরীক্ষার দিন এখনও জানানো হয়নি। আবেদন পক্রিয়া শেষ হওয়ার পর অ্য়াডমিট কার্ড দেওয়ার দিন জানানো হবে। এবং তারপরেই পরীক্ষার দিন ঘোষণা করা হবে।
শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীদের অবশ্যই MBBS থাকতেই হবে। এরসঙ্গে যে কোনও রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকা এবং ইন্টারশিপ করা থাকবে হবে।