চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ইন্দো-তিব্বত বর্ডার পুলিশে নিয়োগ করা হবে খুব শীঘ্রই। নিয়োগ করা হবে হেড কনস্টেবল (শিক্ষা ও স্ট্রেস কাউন্সেলর) পদে। উৎসাহী চাকরিপ্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in.-এ গিয়ে আবেদন করতে পারবেন। মোট ২৩ জনকে নেওয়া হবে ITBP-র এই পদে।
জেনে নিন কীভাবে আবেদন করবেন:
আবেদনের সময়সীমা: ১৩ অক্টোবর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। চলবে ১১ নভেম্বর পর্যন্ত।
শূন্যপদ: মোট ২৩টি শূন্যপদ রয়েছে। তার মধ্যে ২০টি পদ পুরুষদের জন্য নির্ধারিত। ৩টি পদ রয়েছে মহিলাদের জন্য।
শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি বিষয়ে ডিগ্রি থাকতে হবে প্রার্থীদের।
বয়সসীমা: চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতন: ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা।