চাকরির আকালের মধ্যে মাঝেমাঝে ভালো খবর থাকে বইকি! তৈরি হয় যুবসমাজের মধ্যে নতুন আশা। ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। শুধুমাত্র অনলাইনেই আবেদনের সুযোগ রয়েছে।
ITBP Constable Recruitment 2022: শূন্যপদ-
মোট ২৮৭টি পদে নিয়োগের সুযোগ রয়েছে।
ITBP Constable Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীদের যেকোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। প্রার্থীরা টেলর, গার্ডনার ও কোবলার পদের জন্য আবেদন করতে পারেন। এছাড়াও আইটিআই ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে। পাশাপাশি কনস্টেবল, বার্বার, সাফাই কর্মী ইত্যাদি পদে আবেদন কেবল মাধ্যমিক পাশ করলেই করা যাবে।
ITBP Recruitment 2022: বয়সসীমা-
টেলর, গার্ডনার ইত্যাদি পদের আবেদনের বয়স ১৮ থেকে ২৩ বছর। এছাড়া বার্বার ও সুইপার পদে আবেদনের বয়স ১৮ থেকে ২৫ বছর।
ITBP Recruitment 2022: আবেদন ফি-
সাধারণ, ওবিসি, আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের আবেদন ফি হিসেবে লাগবে ১০০ টাকা। তবে তফশিলি জাতি-উপজাতি, মহিলা ও প্রাক্তন সেনাকর্মীদের কোনও আবেদন ফি লাগবে না।
ITBP Recruitment 2022: আবেদন প্রক্রিয়া-
recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
ITBP Recruitment 2022: সময়সীমা-
আবেদন প্রক্রিয়া ২৩ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।