দেশজুড়ে কর্মসংস্থানের অভাব। এই সময়ই নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা ভারত-তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপির। আইটিবিপি-তে হেড কনস্টেবল পদে নিয়োগ করা হবে। পুরুষ-মহিলা উভয় পরীক্ষার্থীরাই আবেদন করতে পারবেন।
ITBP Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করতে হবে। পাশাপাশি, প্যারা ভেটেরেনারি কোর্সে ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে।
ITBP Recruitment 2022: বয়সসীমা
১৮-২৫ বছর বয়সীরাই আবেদন করতে পারবেন। অবশ্য সংরক্ষিতদের নিয়মানুযায়ী ছাড় রয়েছে।
ITBP Recruitment 2022: নিয়োগ প্রক্রিয়া
শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপজোকের পরীক্ষা, লিখিত পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, মেডিকেল এক্সাম রিভিউ- এই পাঁচ ধাপে সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর মিলবে চাকরির সুযোগ।
ITBP Recruitment 2022: কীভাবে আবেদন
এই পদে শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। www.recruitment.itbpolice.nic.in- এই সাইটে গিয়ে আবেদন করতে হবে।
ITBP Recruitment 2022: তারিখ
১৯ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন জমার পর্ব।