ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্সে নিয়োগের বিজ্ঞপ্তি। ভারতীয় সেনা ITBP-তে কনস্টেবল নিয়োগ করবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের জন্য আবেদনের সুযোগ থাকছে। কী কী লাগবে, কীভাবে আবেদন, জেনে নিন বিশদে।
পদ
কনস্টেবল পদে নিয়োগ করা হবে।
মোট শূন্য়পদ
১৪৩টি শূন্য়পদ আছে। ১২২ জন পুরুষ কর্মীকে নিয়োগ করা হবে। ২১ জন মহিলা প্রার্থীকে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
আগ্রহী আবেদনকারীদের কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করা থাকতে হবে। আবেদনের জন্য ছেলেদের উচ্চতা ১৭০ সেন্টিমিটার হতে হবে। মেয়েদের উচ্চতা ১৫৭ সেন্টিমিটার হতে হবে। আর কী কী লাগবে, বিজ্ঞপ্তি থেকে বিশদে জেনে নিন।
বয়সসীমা
এই পদগুলিতে আবেদনের জন্য সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর। সর্বোচ্চ বয়স ২৫ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সে ছাড় আছে।
কীভাবে আবেদন
অনলাইনে আবেদন করতে হবে। recruitment.itbpolice.nic.in- এই সাইটে গিয়ে নিজের বৈধ ফোন নম্বর ও ইমেইল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে। লগ ইন করে অনলাইনে নির্দেশ অনুযায়ী ফর্ম ফিল-আপ ও নথি আপলোড করতে হবে।
আবেদন ফি
এই পদে আবেদন ফি ১০০ টাকা। ওয়েবসাইটের নির্দিষ্ট গেটওয়ের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে। সংরক্ষিত শ্রেণি, মহিলাদের কোনও আবেদন ফি লাগবে না।
আবেদনের শেষ দিন
এই পদে আবেদনের শেষ দিন ২৬ অগাস্ট, ২০২৪।