দেশজুড়ে কর্ম সংস্থার অভাব। এই সময়ই নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা ভারত-তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপি। আইটিবিপি-তে সাব ইন্সপেক্টরের পদে নিয়োগ করা হবে। গ্রুপ বি পদমর্যাদার অফিসার নিয়োগ করা হবে। পুরুষ-মহিলা উভয় পরীক্ষার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৪ অগাস্ট। কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে, জেনে নিন।
নিয়োগের পদ্ধতি
শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে
শারীরিক মাপজোকের পরীক্ষা
লিখিত পরীক্ষা
মেডিকেল পরীক্ষা
মেডিকেল এক্সাম রিভিউ
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমায় পাশ করতে হবে।
বয়সসীমা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বয়স ২০-২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ছাড় মিলবে।
আবেদন ফি
সাধারণ বিভাগ ও ওবিসিদের জন্য আবেদন ফি ১০০ টাকা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের আবেদন ফি লাগবে না।
আরও পড়ুন: মহিলাদের জন্য বড় সুযোগ, রাজ্যে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি
বেতন
এই পদে চাকরি পেলে মাসিক বেতন ৩৫,৪০০ টাকা থেকে ১ লক্ষ ১২ হাজার ৪০০ টাকা পর্যন্ত বেতন হতে পারে।
কীভাবে আবেদন
এই পদে শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। www.recruitment.itbpolice.nic.in- এই সাইটে গিয়ে আবেদন করতে হবে। ১৬ জুলাই থেকে আবেদন জমা নেওয়া শুরু হবে।