ইন্ডিয়ান ভেটেনারি রিসার্চ ইন্সটিটিউটে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি। রাজ্যের যে কোনও প্রান্তের বাসিন্দা হলেই আবেদন করা যাবে।
IVRI Recruitment 2023: শূন্যপদ-
১টি শূন্যপদে আবেদন করা যাবে।
IVRI Recruitment 2023: শিক্ষাগত যোগ্যতা-
যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে জীববিজ্ঞানে স্নাতক সহ তথা পশুবিজ্ঞানে ডিপ্লোমা করা থাকলে আবেদনের সুযোগ মিলবে। পাশাপাশি, ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে মিলবে অগ্রাধিকার।
IVRI Recruitment 2023: বয়স-
প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪৫ বছর। তবে সংরক্ষিত প্রার্থীদের বয়সে নির্দিষ্ট ছাড় রয়েছে।
IVRI Recruitment 2023: আবেদন পদ্ধতি-
ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র, বায়োডাটা সহ যাবতীয় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নিয়ে হাজির হতে হবে নির্দিষ্ট স্থানে।
IVRI Recruitment 2023: স্থান-
ইন্টারভিউ হবে এই ঠিকানায়- ICAR-IVRI, ERS, 837 Belgachia Road, Kolkata
IVRI Recruitment 2023: তারিখ-
১৪ মার্চ সকাল ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ।