পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ ও শিক্ষা পরিষদের অধীনস্থ একলব্য মডেল রেসিডেন্টাল স্কুলে গেস্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
অতিথি শিক্ষক
শূন্যপদ
দুটি (ফিজিক্স এবং ইকোনোমিক্স)
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয় মাস্টার্স-সহ বি.এড পাস করতে হবে আবেদনকারী প্রার্থীকে।
বয়স
চাকরি প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন
প্রতিমাসে বেতন ১২ হাজার টাকা।
আরও পড়ুন - মাধ্যমিক পাশেই রাজ্য সরকারের দফতরে চাকরি, মাসিক বেতন প্রায় ১৪ হাজার
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্র ডাউনলোড করে সমস্ত নথি সহ একটি খামে করে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
Project Officer Cum-District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Devlepment Department, Shivaji Road, Hakimpara, PO & Dist- Jalpaiguri, PIN- 735101.
আবেদনের শেষ তারিখ ৬ মার্চ ২০২৩।