চাকরির সুযোগ এবার কলকাতা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে।
কোথায় নিয়োগ?
Jute Corporation of India Ltd
পদের নাম
Apprentice
শিক্ষাগত যোগ্যতা
রাজ্যের যে কোনও অনুমোদিত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করলেই এই পদের জন্য আবেদন করা যাবে।
তবে, শুধুমাত্র ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
শূন্যপদ
মোট ২০টি পদের জন্য নিয়োগ করা হবে।
বয়সসীমা
এই পদের জন্য ১৮ থেকে ২১ বছর বয়সি চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় আছে।
বেতন
শিক্ষানবিশ পদে কোনও বেতন নয়, প্রশিক্ষণ চলাকালীন মাসে ৭ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।
প্রশিক্ষণের সময়সীমা
১ বছর প্রশিক্ষণ দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
আবেদনকারী কে Apprenticeship India -এর পোর্টালে নাম নথিভুক্ত করে, অনলাইনে নির্দিষ্ট ফর্ম ফিলআপ করে প্রয়োজনীয় নথি অফলাইনে পাঠাতে হবে।
নথি পাঠানোর ঠিকানা
Chief Manager (HR) the Jute Corporation of India Limited, Patsan Bhawan, 3rd & 4th floor, Block CF, Newtown, Kolkata- 700156
আবেদনের শেষ তারিখ
আগামী ২১ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।