পরীক্ষার ১৪ দিনের মাথায় JEE অ্যাডভান্স পরীক্ষার রেজাল্ট প্রকাশিত। চলতি বছর দেশে প্রথম হয়েছেন সাউথ জোনের ভাভিলাল চিদবিলাস রেড্ডি। ৩৬০ নম্বরের মধ্যে ৩৪১ পেয়েছেন তিনি। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন নয়নকান্তি নাগা ভাব্য। ২৯৮ নম্বর পেয়ে তাঁর সর্বভারতীয় ব়্যাঙ্ক ৫৬।
চলতি বছর মোট পরীক্ষা দিয়েছেন ১,৮০,৩৭২ জন পরীক্ষার্থী। এদের মধ্যে পাশ করেছে ৪৩৭৭৩ জন। এবার JEE অ্যাডভান্সে প্রথম দুইয়ে থাকা দুই ছাত্রই আইআইটি হায়দরাবাদের। প্রথম দশের মধ্যে ৬ জনই একই প্রতিষ্ঠানের। উত্তীর্ণরা JOSAA কাউন্সিলিংয়ে অংশ নিতে পারবেন। সোমবারই ওয়েবসাইটে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে।
আরও পড়ুন: প্রবল তাপপ্রবাহ, গত বাহাত্তর ঘণ্টায় উত্তরপ্রদেশ ও বিহারে মৃত ৯৮
এই বছর JEE অ্যাডভান্সড পরীক্ষার মোট নম্বর ছিল ৩৬০। পদার্থ বিদ্যা, রসায়ন, অঙ্ক, তিন বিষয়ে ছিল ১২০ নম্বর করে। সার্বিকভাবে কাট অফ নম্বর ছিল ২২.৮৯ শতাংশ।