এবছর দু'বার নেওয়া হবে সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষা(JEE Main)। প্রথম পর্যায়ের পরীক্ষা এপ্রিলে এবং দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে মে মাসে। এমনটাই জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি(NTA)।
জানা গেছে, আগামী ১৬-২১ এপ্রিল পর্যন্ত প্রথম পর্যায়ের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা(JEE Exam) নেওয়া হবে। দ্বিতীয় দফায় পরীক্ষা হবে ২৪-২৯ মে।
সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষার(JEE Main Exam 2022) আয়োজক সংস্থার পক্ষে জানানো হয়েছে, ১ মার্চ মঙ্গলবার থেকেই শুরু হয়ে গেছে জেইই-মেন পরীক্ষার আবেদন প্রক্রিয়া। ইংরেজি, হিন্দির পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও নেওয়া হবে এই পরীক্ষা।
আইআইটি(IIT), এনআইটি(NIT) এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য প্রতি বছর জেইই-মেন(JEE Main) পরীক্ষা নেওয়া হয়। গত বছর কোভিড(Covid-19) পরিস্থিতিতে চারবার নেওয়া হয় এই পরীক্ষা। এনটিএয়ের(NTA) তরফে জানানো হয়, দেশে মোট ১৮ জন প্রথম স্থান অধিকার করেছেন। তাঁদের মধ্যে ৪ জন অন্ধ্রপ্রদেশ, ৩ জন রাজস্থান, ২ জন করে তেলেঙ্গানা, দিল্লি এবং উত্তরপ্রদেশের প্রার্থী। এছাড়াও কর্নাটক, পঞ্জাব, বিহার, চণ্ডীগড়, মহারাষ্ট্রের একজন করে প্রার্থী শীর্ষ স্থানে দখল করন। পশ্চিমবঙ্গের(West Bengal) কোনও প্রার্থী অবশ্য প্রথম স্থানে ছিলেন না।