এয়ারপোর্টে চাকরির সুযোগ। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করেছে। যেকোনও ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা আবেদন করতে পারবেন।
পদের নাম - ট্রলি রেট্রিভার
মোট শূন্যপদ- ১০৫টি
শিক্ষাগত যোগ্যতা- দেশের যেকোনও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। আবেদনকারীর উচ্চতা হতে হবে ন্যূনতম ১৬৭ সেমী এবং ওজন ন্যূনতম ৫৫ কেজি।
মাসিক বেতন - হাতে ১০ হাজার টাকা বেসিক, সঙ্গে নানা কিছু মিলিয়ে প্রায় ২২ হাজার টাকা
বয়স - আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ এর মধ্যে।
আবেদন পদ্ধতি - সম্পূর্ণ অনলাইনেই আবেদন করতে হবে। https://aaiclas.aero/career ওয়েবসাইটে গিয়ে নিজের মেইল আইডি এবং ফোন নম্বর দিয়ে আবেদন করতে হবে .
আবেদন ফি - ২৫০ টাকা
আবেদনের শেষ দিন - ৩১ অগাস্ট