AAI Recruitment 2022: দীর্ঘ লকডাউনে মুখ থুবড়ে পড়েছিল চাকরির বাজার। করোনা পর্ব মিটতেই ধীরে ধীরে চাঙ্গা হয়েছে চাকরিক্ষেত্র। এবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে বিপুল কর্মসংস্থানের সুযোগ। সংস্থার তরফে জানানো হয়েছে, ৪০০ শূন্যপদে নিয়োগ করা হবে শীঘ্রই। আগামী ১৪ জুলাই পর্যন্ত করা যাবে আবেদন।
জানা গিয়েছে, জুনিয়র এক্সিকিউটিভ পদে হবে নিয়োগ। এয়ার ট্রাফিক কন্ট্রোলের অধীনে এই পোস্টের ন্যূনতম বেতন বার্ষিক ১২ লক্ষ টাকা। বিস্তারিত তথ্য জানতে লগ ইন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট aai.aero-তে।
AAI Recruitment 2022: আবেদন প্রক্রিয়া
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://www.aai.aero/-তে ক্লিক করতে হবে।
এরপর 'কেরিয়ার' ট্যাবে ক্লিক করতে হবে।
রিক্রুট্মেন্ট ড্যাশবোর্ডে ক্লিক করলেই 'জুনিয়র এক্সিকিউটিভ' পদে নিয়োগের ফর্ম খুলে যাবে।
বিস্তারিত তথ্য মিলবে ওই লিঙ্কেই। সমস্ত নির্দেশিকা পড়ে নিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশনস বক্সে ক্লিক করে ফর্ম সাবমিট করতে হবে।
রেজিস্ট্রেশনের প্রথম ধাপ পূরণ করতেই রেজিস্টার্ড মেলে আসবে কনফার্মেশন মেল।
পুনরায় লগ ইন করে ব্যক্তিগত তথ্য পূরণ করে অনলাইন ফি জমা করতে হবে।
AAI Recruitment 2022: যোগ্যতা
আবেদনকারীকে বিজ্ঞান শাখায় ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক পাশ করতে হবে।
আবশ্যিক বিষয়ে থাকতে হবে অঙ্ক ও পদার্থবিজ্ঞান।
ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারাও আবেদন করতে পারবেন এখানে।
আবেদনকারীকে ইংরাজি বলতে ও লিখতে স্বচ্ছন্দ্য হতে হবে।
AAI Recruitment 2022: বয়সসীমা
আবেদনকারীর সর্বাধিক বয়স হতে হবে ২৭ বছর।