রাজ্যে ফের সরকারি চাকরির সুযোগ। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পিএসসি বা রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। অডিট ও অ্যাকাউন্ট সার্ভিস পদে নিয়োগ করা হবে বলেই খবর।
WBPSC recruitment 2022: শূন্যপদের সংখ্যা-
১৫টি শূন্যপদে এই নিয়োগ হবে বলেই খবর।
WBPSC recruitment 2022: নির্বাচন পদ্ধতি-
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
WBPSC recruitment 2022: আবেদন পদ্ধতি-
পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনেই আবেদন করা যাবে।
WBPSC recruitment 2022: বেতন-
মাস গেলে বেতন মিলবে ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা।
WBPSC recruitment 2022: নিয়োগস্থল-
চাকরিপ্রার্থীদের কলকাতার মূল অফিসে নিয়োগ করা হবে।
WBPSC recruitment 2022: আবেদনের তারিখ-
সোমবার ২১ নভেম্বর থেকে শুরু হয়ে আবেদন চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।