রেলে চাকরির(Jobs in Indian Railway Service) বড় সুযোগ। ভারতীয় রেলে ৫০০০ বেশি শূন্যপদে চলছে নিয়োগ। মূলত রেলে শিক্ষানবিশ(Apprentice) পদে হবে নিয়োগ। মোট ৫৬৩৬ টি শূন্যপদ থাকলেও পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য রয়েছে ৫২২টি পদ।
উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ে আসাম এবং পশ্চিমবঙ্গে নিয়োগের জন্য শিক্ষানবীশ পদে নিয়োগ করছে। শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) হিসেবে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর লাগবে। নির্দিষ্ট ট্রেডে লাগবে আইটিআই(ITI) ডিগ্রি। ১ এপ্রিল ২০২২ সালের হিসেবে আবেদনকারীর বয়েস হতে হবে ১৫ থেকে ২৪ বছর। আবেদনমূল্য হিসেবে জেনারেল ও ওবিসি প্রার্থীদের ১০০ টাকা লাগলেও তপশিলি জাতি-উপজাতি-প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনও টাকা লাগবে না।
ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন। আগামী ৩০ জুন অবধি চলবে এই আবেদন প্রক্রিয়া(Job vacancy in Indian Railway)।