ফের অগ্নিবীর পদে নিয়োগের জন্য জারি হল বিজ্ঞপ্তি। ইতিমধ্যে নোটিফিকেশন জারি করা হয়েছে। শুধুমাত্র অনলাইনেই আবেদন গ্রহণযোগ্য হবে।
পদের নাম-
সেনা অগ্নিবীর পদ
কতদিন পর্যন্ত আবেদন করা যাবে?
১৩ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়েছে। চলবে ২২ মার্চ পর্যন্ত।
কতগুলি শূন্যপদ?
প্রায় ২৫ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে।
বেতন-
প্রতিমাসে ৩০ হাজার টাকা করে বেতন পাবেন উত্তীর্ণরা।
নিয়োগ কোথায়?
গোটা দেশেই ন নিয়োগ করা হবে। তবে উত্তীর্ণ হওয়ার পর কর্মস্থান জানানো হবে।
বয়স?
আবেদনকারীর সর্বনিম্ন বয়সসীমা হতে হবে ১৭ বছর ৫ মাস এবং সর্বোচ্চ বয়স হবে ২১ বছর।
নিয়োগ পদ্ধতি?
লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতা, টাইপিং টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের পর নিয়োগ করা হবে।
আবেদনের খরচ?
অগ্নিবীর পদের জন্য আবেদন ফি ২৫০ টাকা। তবে তপসিলি জাতি, উপজাতি, আর্থিক পিছিয়ে পড়া শ্রেণির জন্য আবেদন ফি-তে ছাড় রয়েছে।
কোন ওয়েবসাইটে আবেদন করবেন?
joinindianarmy.nic.in-এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।