অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অর্থাৎ এইমস (AIIMS), কল্যাণীর (Kalyani) জন্য এবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। রাজ্যের সব জেলার চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
পদের নাম
প্রফেসর, অ্যাডিশনাল প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর।
শূন্য পদ
৬৪ টি পদে নিয়োগ করা হবে।
বিভাগ
আনাস্থেসিয়া, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, বোন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, কার্ডিওলজি-সহ বিভিন্ন বিভাগে।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃতি প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাশ করতে হবে। এছাড়াও থাকতে হবে কাজের অভিজ্ঞতা।
বেতন
পে লেভেল অনুযায়ী, প্রতি মাসে ২৩ হাজার থেকে ৬৭ হাজার টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে।
বয়স
আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৫০ থেকে ৫৮ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন- কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স দফতরে কর্মী নিয়োগ, বেতন ২৫ হাজার টাকা
আবেদন পদ্ধতি
যোগ্যপ্রার্থীরা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। কিংবা শিক্ষাগত যোগ্যতা-সহ সব নথিপত্র নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
To the Administrative Officer, Recruitment Cell, All India Institute Of Medical Science, Kalyani,NH-34 Connector, Basantapur, Sugauna, Nadia, West Bengal- 741245