কল্যাণী বিশ্ববিদ্যালয়ে (Kalyani University) অ্যাসিস্ট্যান্ট মেডিক্যাল অফিসার (Medical Officer) ও ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার (University Engineer) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ (Recruitment News) করা হয়েছে। আবেদনের শেষ দিন আগামী ২৪ জানুয়ারি,২০২৩।
শূন্য পদ
অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার ১টি (জেনারেল)
ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার ১টি (জেনারেল)
শিক্ষাগত যোগ্যতা
MBBS হতে হবে
৫ বছর সরকারি, সামরিক, আধা সরকারি হাসপাতালে কাজের অভিজ্ঞতা
বেসরকারি হাসপাতালে ৭ বছরের অভিজ্ঞতা
জনস্বাস্থ্য মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার।
আরও পড়ুন- রাজ্য সরকারের দফতরে কর্মী নিয়োগ, বেতন ৫৬ হাজার
বয়সসীমা
অ্য়াসিস্ট্যান্ট মেডিকেল অফিসার পদে ন্যূনতম বয়স ৩০
ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার পদে ন্যূনতম বয়স ৩৫
বেতন
দুটি পদেই মাসিক বেতন মাসিক ১৫,৬০০ টাকা থেকে ৩৯,১০০ টাকা।
চাকরির মেয়াদ
প্রাথমিক ভাবে প্রাথীদের ১ বছরের জন্য নিযুক্ত করা হবে। পরে এই মেয়াদ বাড়তে পারে।
আবেদন প্রক্রিয়া: অনলাইনে http://www.kums.klyuniv.ac.in/home/Index-ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন।
আবেদন ফি
দু'টি পদের ক্ষেত্রেই জেনেরাল ও ওবিসি ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের আবেদন ফি ধার্য করা হয়েছে ১০০০ টাকা এবং এসসি ও এসটি ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের ২৫০ টাকা। আবেদন ফি অনলাইনে জমা দিতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
প্রার্থীদের আবেদনপত্র যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের ফলের ভিত্তিতেই প্রার্থীদের এই পদে নিয়োগ করা হবে।