কলকাতা পুরসভায় (KMC) নিয়োগের সুযোগ। ইতিমধ্যেই কলকাতা পুরসভার অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি (KMC Recruitment 2023) প্রকাশ করা হয়েছে। আবেদনকারী প্রার্থীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। একই সঙ্গে স্থানীয় ভাষা অর্থাৎ বাংলা জানতে হবে।
পদের নাম
মেডিক্যাল অফিসার
শূন্যপদ
মোট শূন্যপদ রয়েছে ২৪টি।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীকে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি থাকতে হবে। একই সঙ্গে এক বছরের ইন্টার্নশিপ এবং রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশনও থাকা জরুরি।
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে।
বেতন
যোগ্য প্রার্থীদের ২৪ হাজার টাকা করে মাসিক বেতন ধার্য করা হয়েছে।
আরও পড়ুন - উচ্চপদে নিয়োগ করবে NTPC, ৯০ হাজার টাকা বেতন
আবেদন পদ্ধতি
আবেদন করার প্রয়োজন নেই। সরাসরি ইন্টারভিউ দিতে পৌঁছতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ
২২ নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে।