দেশজুড়ে চাকরির আকালের মধ্যেও রোজই প্রায় কোনও না কোনও চাকরিতে নিয়োগের খবর আসে। এবার ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড বা এনটিপিসি'র (NTPC recruitment 2022) পক্ষ থেকে তেমনই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। মোট ৮৬৪টি পদের জন্য নিয়োগ করা হবে। ২০২২ সালের গেট পরীক্ষার মাধ্যমে হবে সেই নিয়োগ। যোগ্য প্রার্থীরা (NTPC recruitment 2022) আবেদন করতে পারবেন ১১ নভেম্বর পর্যন্ত। সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ২৭ বছর। সংরক্ষিত জাতি ও উপজাতির প্রার্থীদের জন্য বয়সসীমায় নির্দিষ্ট ছাড় রয়েছে। আরও জানতে হবে ক্লিক করতে হবে https://www.ntpccareers.net- সাইটে।
আরও পড়ুন: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, সর্বাধিক বেতন ২ লক্ষ টাকা
আবেদন করার জন্য কী কী করতে হবে:
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর পেয়ে (NTPC recruitment 2022) ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হতে হবে।
মেডিকেল পরীক্ষা: প্রার্থীদের মানসিক ও শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে।
সার্ভিস বন্ড এগ্রিমেন্ট: চাকরি প্রার্থীদের সার্ভিস বন্ড এগ্রিমেন্টে সই করতে হবে। সাধারণ বা ওবিসি প্রার্থীদের জন্য এই আবেদন ফর্মের জন্য ধার্য করা হয়েছে ৫ লক্ষ টাকা। সংরক্ষিত জাতি ও উপজাতির জন্য এই অঙ্কটি আড়াই লক্ষ টাকা।
বেতন: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা পর্যন্ত।