চাকরি প্রার্থীদের জন্য সুখবর। নিয়োগ হবে কলকাতা মেট্রো রেলে। সম্প্রতি এই সংক্রান্ত বিবৃতি জারি করে মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড জানিয়েছে ফিটার ও ইলেকট্রিশিয়ান পদে নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত তথ্য রইল বিশদে।
নিয়োগ সংস্থা-
কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (Kolkata Metro Rail Corporation Limited)
পদের নাম-
ফিটার ও ইলেকট্রিশিয়ান
শূন্যপদ-
১২৫ টি শূন্যপদে নিয়োগ হবে। ৮১ টি পদে ফিটার, ২৬ টি পদে ইলেকট্রিশিয়ান, ৯ টি পদে মেশিনিস্ট এবং ৯ টি পদে ওয়েল্ডার নিয়োগ করা হচ্ছে।
বয়সসীমা- বয়স হতে হবে ১৮ থেকে ২৪।
শিক্ষাগত যোগ্যতা- দশম শ্রে পাস হতে হবে।
আবেদনের শেষ দিন : ৬ মার্চ।