কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই চাকরির সুযোগ। পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন।
KVS Teacher Recruitment: শূন্যপদ-
২০টি শূন্যপদে আবেদনের সুযোগ রয়েছে।
KVS Teacher Recruitment: আবেদন পদ্ধতি-
অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। সেটি পূরণ করে ইন্টারভিউয়ের দিন বায়োডাটা-শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ যেতে হবে নির্দিষ্ট স্থানে।
KVS Teacher Recruitment: ইন্টারভিউয়ের তারিখ-
ফেব্রুয়ারির ১৫ এবং ২৫ তারিখ হবে এই ইন্টারভিউ।
KVS Teacher Recruitment: ইন্টারভিউয়ের স্থান-
কেন্দ্রীয় বিদ্যালয়ের রাণাঘাট ও কৃষ্ণনগর শাখায় হবে ইন্টারভিউ।