মোটা বেতনের কেন্দ্রীয় সরকারি চাকরির অপেক্ষায় থাকেন অনেকেই। আর সেই সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুযোগ। NCERT দফতরে একাধিক শূন্যপদে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে।
NCERT Recruitment 2023: শূন্যপদ-
মোট ৮৪টি শূন্যপদে নিয়োগ হবে।
NCERT Recruitment 2023: শিক্ষাগত যোগ্যতা-
উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় কম্পিউটার জানতে হবে। ইংরাজি বা হিন্দিতে সেকেন্ডে ৩০টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে।
NCERT Recruitment 2023: বেতন-
মূল বেতন হিসেবে মিলবে ৫,২০০ টাকা থেকে ২০, ২০০ টাকা। গ্রেড পে হিসেবে মিলবে ১৯০০ টাকা।
NCERT Recruitment 2023: বয়স-
প্রার্থীর সর্বোচ্চ বয়স হবে ২৭ বছর।
NCERT Recruitment 2023: আবেদন পদ্ধতি-
NCERT ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
NCERT Recruitment 2023: আবেদন ফি-
আবেদন ফি হিসেবে লাগবে ১৫০০ টাকা। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।
NCERT Recruitment 2023: শেষ তারিখ-
১৯ মে পর্যন্ত আবেদনের সুযোগ থাকবে।