চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। এবার LIC-তে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। চিফ ইনফরমেশন অফিসার, চিফ টেকনিক্যাল অফিসার এবং চিফ ডিজিট্যাল অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তিতে কর্মী নিয়োগ হলেও পরবর্তীতে কর্মদক্ষতার ভিত্তিতে বাড়ানো হবে মেয়াদ।
LIC Recruitment 2022: শূন্যপদ-
সব মিলিয়ে মোট ৩টি শূন্যপদ রয়েছে।
LIC Recruitment 2022: আবেদন ফি-
সাধারণ প্রার্থীদের জন্য ফি ১০০০ টাকা। সংরক্ষিত শ্রেনীর প্রার্থীদের জন্য ১০০ টাকা + জিএসটি।
LIC Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রথমে LIC-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে 'Career' ট্যাব থেকে 'Engagement for specialized positions in IT' অপশনে যেতে হবে। এরপর Apply Online- এ ক্লিক করে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
LIC Recruitment 2022: শেষ তারিখ
আগামী ১০ অক্টোবর পর্যন্ত এই পদে আবেদনের সুযোগ মিলবে।
বিস্তারিত জানতে দেখুন।