চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেড (LICI Housing Finance Ltd)। অ্যাসিস্ট্যান্ট ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে।
৪ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ২৫ অগস্ট পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। সব মিলিয়ে ৮০টি পদে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট পদে ৫০ জন ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৩০ জনকে নিয়োগ করা হবে।
Partha-Arpita Case: 'যা স্টেটমেন্ট দেওয়ার ইডিকেই দিয়েছি', হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা
শিক্ষাগত যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে ৫৫ শতাংশ নম্বর সহ স্নাতক ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করতে ৬০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক পাশ হতে হবে। আবেদনের জন্য ৮০০ টাকা ফি ধার্য করা হয়েছে।
আবেদন করার জন্য প্রথমে lichousing.com ওয়েবসাইটে যান। সেখানে গিয়ে ‘Careers’ অপশনে ক্লিক করুন। এবার আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে। নাম নথিভুক্ত করার পর প্রয়োজনীয় নথির সফট কপি আপলোড করুন এবং অনলাইনে
আবেদন ফি জমা দিন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হল সেটি সাবমিট করে তার একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিন।