মিলিটারি ইঞ্জিনিয়ারিং কলেজে লোয়ার ডিভিশন ক্লার্ক ও এমটিএস অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে কোনও ভারতীয় নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম
লোয়ার ডিভিশন ক্লার্ক এবং মাল্টি টাস্কিং স্টাফ।
শূন্য পদ
লোয়ার ডিভিশন ক্লার্ক পদে ১৪ টি এবং মাল্টি টাস্কিং স্টাফের ক্ষেত্রে ৪৯ টি ফাঁকা পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। সংশ্লিষ্ট বিষয় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যদিকে, মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে মাল্টি টাস্কিং স্টাফের জন্য।
বেতন অনুযায়ী
লোয়ার ডিভিশন ক্লার্ক পদে প্রতি মাসে ১৯ হাজার ৯০০ টাকা থেকে বেতন শুরু হবে। সর্বোচ্চ বেতন ৬৩ হাজার ২০০ টাকা। মাল্টি টাস্কিং স্টাফের বেতন ১৮ হাজার থেকে শুরু। সর্বোচ্চ বেতন ৫৬ হাজার ৯০০ টাকা।
বয়স
দুটি পদের জন্যই প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন- রাজ্য সরকারের প্রাণিসম্পদ উন্নয়ন বিভাগে কর্মী নিয়োগ, বেতন ৫৬ হাজার
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীরা indianarmy.nic.in ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
২৫ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত আবেদন করা যাবে।