সোমবার থেকে শুরু হবে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা(Madhyamik Exam 2022)। করোনা(Covid-19) অতিমারির জেরে গতবছর বন্ধ ছিল পরীক্ষা। তাই পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই এবছর আগের মতোই হলে বসে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
জানা গেছে, আগের নিয়ম মেনেই নেওয়া হবে পরীক্ষা(Madhyamik Exam 2022)। দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত চলবে পরীক্ষা। তার আগে যথারীতি ১৫মিনিট প্রশ্ন পড়ার সুযোগ পাবে পরীক্ষার্থীরা(Students)।
আরও পড়ুন- JEE Main Exam: শুরু হয়ে গেল JEE Main পরীক্ষার আবেদন প্রক্রিয়া, কবে হবে পরীক্ষা, বিস্তারিত জেনে নিন
পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, এই বছর মোট ৪,১৫৪টি পরীক্ষাকেন্দ্রে(Exam Hall) হবে পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা মোট ১১লক্ষ ২৬ হাজার ৮৬৩জন। এদের মধ্যে ছাত্র রয়েছে ৫লক্ষ ৫৯জন এবং ছাত্রী ৬লক্ষ ২৬হাজার ৮০৪জন।
উল্লেখ্য, একবছর বন্ধ থাকায় এবছর সবচেয়ে বেশি পরীক্ষার্থী(Students) পরীক্ষা দিচ্ছে। এর পাশাপাশি প্রত্যেককে কঠোরভাবে কোভিডবিধি(Covid Restrictions) মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার(Madhyamik Exam 2022) সময়সূচি-
৭ মার্চ- বাংলা
৮ মার্চ- ইংরেজি
৯ মার্চ- ভূগোল
১১ মার্চ- ইতিহাস
১২ মার্চ- জীবনবিজ্ঞান
১৪ মার্চ- অঙ্ক
১৫ মার্চ- ভৌতবিজ্ঞান
১৬ মার্চ- ঐচ্ছিক বিষয়