প্রকাশিত হল ২০২২ সালের মাধ্যমিক (WB Madhyamik Result 2022) পরীক্ষার ফল। শুক্রবার সকাল ৯টায় মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board of Secondary Education) সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করেন। এবছর পাশের হার ৮৬.০৬ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৬৯৩। সর্বোচ্চ নম্বর পেয়েছে দু'জন। বর্ধমানের রৌণক মণ্ডল, বাঁকুড়ার অর্ণব ঘড়াই। দ্বিতীয় কৌশিকী সরকার। তৃতীয় অনন্যা দাশগুপ্ত।
পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। সেখানে পাশের হার ৯৪.২৭ শতাংশ। তার পরেই রয়েছে পশ্চিম মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৪.৬২%। এছাড়া কলকাতা-৯৪.৩৬%, ঝাড়গ্রাম-৯২.০৭%, উত্তর ২৪ পরগনা-৯১.৯৮%, দক্ষিণ ২৪ পরগনা-৮৯.৬১%, মালদহ-৮৭.১১%
পর্ষদ সূত্রে জানা গিয়েছে, চলতি বছর ৭ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন এবং ছাত্রী ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪। রাজ্যের মোট ৪১৫৪টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল।
আরও পড়ুন- West Bengal Weather Update: অবশেষে স্বস্তি! দু'দিনেই বঙ্গে ধুকছে বর্ষা, রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস
কোভিড অতিমারির জেরে গত বছর অর্থাৎ ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি। এবছর যাবতীয় কোভিড বিধি মেনে অফলাইনে মাধ্যমিক পরীক্ষা হয়েছে। গত বছর যেহেতু কোভিডের জেরে পরীক্ষা হয়নি তাই ১০০ শতাংশ পরীক্ষার্থীকেই পাশ করিয়ে দিয়েছিল পর্ষদ।