পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর নাকতলার পুজোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে যায়। তবে যাবতীয় আশঙ্কাকে দূরে সরিয়ে রেখে পুজো উদ্যোক্তারা জানান, তাঁদের থিমের এই পুজো এবারেও জাঁকজমক সহকারেই হবে। তবে এবারে বিপদ এসেছে সম্পূর্ণ অন্যদিক থেকে। প্রতিবছর মহালয়ার দিন নাকতলার পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী এলেও এবার সেই নিয়মে ছেদ পড়তে চলেছে বলেই খবর। ফলে পার্থ কান্ডে আরও একবার মুখ পুড়ল নাকতলা উদয়ন সংঘের।
জানা গিয়েছে, প্রতিবছরের মতো এবছরও উদ্বোধনের জন্য নাকতলার অফিশিয়াল আইডি থেকে মেল যায় সিএমও-তে। কিন্তু শনিবার সকাল পর্যন্ত মুখ্যমন্ত্রীর তরফে কোনও উত্তর না মেলায় নাকতলার উদ্যোক্তাদের কপালে চওড়া হয়েছে ভাঁজ। ফলে তাঁদের তরফেও শুরু হয়েছে বিকল্প ভাবনা।
আরও পড়ুন- Durga Puja 2022: 'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে', পুজোর কলকাতা যেন হোর্ডিং নগরী
এবার তৃতীয়াতে এক অন্যরকম ভাবনা নিয়ে আসছে নাকতলা উদয়ন সংঘ। সমাজের সর্বস্তরের 'রোজগেরে মা' তথা প্রতিষ্ঠিত নারীদের সম্মাননা জ্ঞাপন করবেন ক্লাব কর্তৃপক্ষ। এক উদ্যোক্তার কথায়, “এই নারীদের অনেকেই প্রতিমা শিল্পী, কেউ চা বিক্রি করেন, কেউ বা বাড়িতে কাজ করেন।"