চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশনে। রাজ্যের যে কোনও জেলার নাগরিকরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট পার্সোনেল অফিসার
শূন্যপদ
১টি
শিক্ষাগত যোগ্যতা
HR Wings/Working in rly BD/ Railways/ metro project-এ কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন
৫৩ হাজার ১০০ টাকা থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা
বয়সসীমা
৪০ বছর পর্যন্ত বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি
আগ্রহী চাকরিপ্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। ফর্ম পূরণ করে যোগ্যতার নথি সহ নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনের ঠিকানা
Managing Director, Kolkata Metro rail corporation Limited, KMRCL Bhavan, HRBC Office Compund, Munshi Premchand Sarani, Kolkata-700021
আবেদনের শেষ তারিখ
৩ জুন ২০২৩।