ভারতীয় সেনাবাহিনী (Indian Army), বেঙ্গল ইঞ্জিনিয়ার গ্রুপ সেন্টার রুরকি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই পদে আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল।
শূন্যপদ
জানা গিয়েছে মোট ৩৬টি শূন্যপদে নিয়োগ করছে প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry Recruitment)। লোয়ার ডিভিশন ক্লার্কে ৪টি, স্টোরকিপার পদে ৩টি, কুকের পদে ১৯টি, মাল্টিটাস্কিং স্টাফ (গার্ডেনার) পদে ৫টি, মাল্টিটাস্কিং (ওয়াচম্যান) পদে ৫টি শূন্যপদ আছে।
শিক্ষাগত যোগ্যতা
এই নিয়োগের অধীনে লোয়ার ডিভিশন ক্লার্ক ও স্টোর কিপার পদে নিয়োগের জন্য প্রার্থীদের দ্বাদশ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি এই পদে আবেদন করতে পারবেন দশম শ্রেণির উত্তীর্ণরাও।
বয়স সীমা
এই পদে আবেদনের জন্য বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। তার বেশি বয়সের কেউ এই পদে আবেদন করতে পারবেন না।
কীভাবে প্রার্থী বাছাই করা হবে
এই পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বাছাই করা হবে লিখিত পরীক্ষা। টাইপিং ও ব্যবহারের ভিত্তিতে এই পরীক্ষা নেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন
দ্য কমান্ডান্ট, বেঙ্গল গ্রুপ অ্য়ান্ড সেন্টার, রুরকি, হরিদ্বার, উত্তরাখণ্ড, পিনকোড-২৪৭৬৬৭
এই ঠিকানায় নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র ও অন্য প্রয়োজনীয় নথি পাঠিয়ে এই নিয়োগের জন্য আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীরা এই নিয়োগ সংক্রান্ত তথ্যের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন। শিক্ষাগত যোগ্যতা ছাড়াও আরও নথির বিষয়ে বিস্তারিত লেখা রয়েছে।