মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ (স্ট্যাটিস্টিক্যাল ডিভিশন)-এর ডেপুটি ডিরেক্টর জেনারেলের (ডিডিজি) তরফে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম
কনসালটেন্ট (এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টস অ্যান্ড ইকনমিক্স), কনসালটেন্ট (স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিস্ট) এবং কনসালটেন্ট (সাসটেনেবেল ডেভেলপমেন্ট)।
চাকরির সময়সীমা
এক বছরের চুক্তির ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদনের তারিখ
১৮ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি। ২১ দিনের মধ্যেই আবেদন করতে হবে।
শূন্যপদ
মোট ৩টি শূন্যপদ রয়েছে।
আরও পড়ুন ।- এয়ার ইন্ডিয়ার বিমান সেবিকা পদে নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি
শিক্ষাগত যোগ্যতা
প্রাসঙ্গিক বিষয়ে প্রার্থীদের কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ৫ থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
বয়সসীমা
প্রার্থীদের বয়স হতে হবে ৪০ বছর/ ৪৫ বছর।
বেতন
কনসালটেন্ট (এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টস অ্যান্ড ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিস্ট)এর মাসিক ৮০০০০ টাকা। সাসটেনেবেল ডেভেলপমেন্ট পদে মাসিক ১০০০০০ টাকা।
আবেদন পদ্ধতি
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের আবেদন ফর্ম পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে Deputy Director/Additional Director (Statistics), Room Nos. V-604 Ministry of Environment, Forest & Climate Change, Indira Paryavaran Bhawan, Jor Bagh, New Delhi 110 003।