মন্দার এই বাজারে মাধ্যমিক পাশেই মিলবে চাকরি। রাজ্যে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদে নিয়োগ হবে কর্মী। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। আবেদনকারীকে অবশ্যই হতে হবে পশ্চিমবঙ্গের বাসিন্দা।
মাল্টি টাস্কিং স্টাফ (MTS General)।
১০ টি
মাধ্যমিক কিংবা সমতূল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
১৮ থেকে ২৭ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তফশিলি জাতি ও উপজাতিদের জন্য বয়সের ক্ষেত্রে মিলবে বিশেষ ছাড়।
১৮ হাজার টাকা
ইচ্ছুক প্রার্থীরা নীচের লিঙ্ক থেকে আবেদন পত্র ডাউনলোড করে, পূর্ণ করে মুখ বন্ধ করে পৌঁছে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
Indian Association for the Cultivation of Science: http://www.iacs.res.in/
Indian Association For The Clutivation Of Science, Jadavpur, Calcutta- 700032.
জেনারেলদের জন্য ১০০০ টাকা, সংরক্ষিত ও মহিলাদের জন্য ৫০০ টাকা।