কোভিডের (Covid 19) জন্য চাকরির বাজারে আকাল। কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই চাকরির সুযোগ নিয়ে এল রাজ্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (WB Municipal Service Commission)। Group D পদে ১০৪ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করেছে কমিশন। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ২৪ এপ্রিল।
পদের নাম ও বয়স
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী Group D-এর মজদুর পদে কর্মীনিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য ১.১.২০২২ এই তারিখের মধ্যে বয়স ৪০ বছর হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা ও বেতন
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। উচ্চমাধ্যমিক পাস থাকলেও আবেদন করা যেতে পারে। আবেদনকারীকে বাংলা ও ইংরেজি লিখতে ও পড়তে জানতে হবে। রোপা ২০১৯ পে লেভেল ১ অনুযায়ী বেতন দেওয়া হবে।
আরও পড়ুন: Group D নিয়োগে বেনিয়ম মামলায় বৃহস্পতিবারই জেরা করতে হবে সিবিআইকে, নির্দেশ কলকাতা হাইকোর্টের
আবেদন ও নিয়োগ পদ্ধতি
এই পদে অনলাইনে আবেদন করা যাবে। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.mscwb.org গিয়ে আবেদন করতে পারবেন আগ্রহীরা। আগ্রহী আবেদন প্রার্থীদের অবশ্যই বৈধ ই-মেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতা সহ প্রয়োজনীয় যাবতীয় নথি আপলোড করতে হবে।
ভাষার ওপর দক্ষতা এবং ফিল্ড টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদন ফি
সাধারণ ও ওবিসি প্রার্থীদের ২০০ টাকা আবেদন ফি দিতে হবে। SC, ST ও PH প্রার্থীদের এই পদে আবেদনের জন্য ৫০ টাকা ফি দিতে হবে।