Recruitment 2024: মাধ্যমিক পাসে সরকারি চাকরি! মোটা টাকা বেতনও পাবেন উত্তীর্ণরা

Updated : Oct 04, 2024 07:09
|
Editorji News Desk

ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্য়ান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD) অফিস অ্য়াটেনডেন্ট হিসেবে নিয়োগ করবে। ইতিমধ্যে ওই পদগুলির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেনে নিন বিস্তারিত...

পদের নাম-
অফিস অ্য়াটেনডেন্ট গ্রুপ C

মোট শূন্যপদ-
অফিস অ্য়াটেনডেন্টের জন্য মোট শূন্যপদ ১০৮টি। তারমধ্যে অসংরক্ষিত আসন ৫৪টি। এছাড়াও তপশিলি জাতির জন্য ৪টি, তপশিলি উপজাতির জন্য ১২টি, OBC-র জন্য ২৮টি আসন সংরক্ষিত থাকবে।

বয়সসীমা-  
ওই পদগুলির জন্য সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে। এবং সর্বোচ্চ বয়স ৩০ বছরের মধ্যে থাকলেই আবেদন করতে পারবেন। 

তবে সংরক্ষিত শ্রেণি অর্থাৎ তপশিলি জাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষমদের জন্য বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে। 

 বেতনক্রম-
ওই পদগুলিতে যাঁদের নিয়োগ করা হবে তাঁদের বেসিক বেতন হবে ১০ হাজার ৯৪০ টাকা। এরসঙ্গে ভাতা যুক্ত হবে। সবমিলিয়ে ইনহ্যান্ড স্যালারি হবে প্রায় ৩৫ হাজার টাকা। 

এই পদগুলিতে যাঁরা নিয়োগ হবেন তাঁদের কী কী কাজ করতে হবে?

  • রেকর্ডের রক্ষনাবেক্ষণ 
  • ফাইল ও যাবতীয় অফিসিয়াল কাগজপত্র সংরক্ষণ 
  • অফিস মেইনটেন্যান্স 

কীভাবে নিয়োগ করা হবে? 
অনলাইন টেস্ট হবে। টেস্টের মধ্যে রয়েছে ৩০ নম্বরের রিজিনিং, ৩০ নম্বরের ইংরেজি এবং ৩০ নম্বরের জেনারেল অ্য়াওয়ারনেস।

আবেদন পদ্ধতি-
ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ২১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। www.nabard.org ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

শিক্ষাগত যোগ্যতা-
মাধ্যমিক পাস করলেই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। 

Job

Recommended For You

editorji | কেরিয়ার

UIDAI Recruitment News : আধার দফতরে চাকরির সুযোগ, জানুন আবেদন পদ্ধতি

editorji | কেরিয়ার

DRDO Recruitment 2024 : ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে চাকরি, মাসিক বেতন শুরু ৩৭ হাজার টাকা থেকে

editorji | কেরিয়ার

Coal India Limited: কোল ইন্ডিয়া লিমিটেডে ইঞ্জিনিয়ার নিয়োগ, GATE পাস করলেই আবেদন

editorji | কেরিয়ার

NFL Recruitment 2024: ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে কর্মী নিয়োগ, সর্বাধিক বেতন ১ লক্ষ ৪০ হাজার টাকা

editorji | কেরিয়ার

UBI Recruitment 2024 : ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি, রইল আবেদন পদ্ধতি