নেভাল ডকইয়ার্ডে কর্মী নিয়োগ। মোট ৩০১ কর্মী নিয়োগ করা হবে। একাধিক পদে নিয়োগ করা হবে। মুম্বই নেভাল ডকইয়ার্ডে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
শূন্যপদ
মুম্বইয়ে নেভাল ডকইয়ার্জে ৩০১ জনকে নিয়োগ করা হবে। ইলেকট্রিসিয়ান, ইলেক্রোপ্ল্যাটার, ফিটার-সহ একাধিক পদে নিয়োগ হবে।
শিক্ষাগত যোগ্যতা
আইটিআই পাস আবেদনকারীদের ক্ষেত্রে NCVT বা SCVT পদে নিয়োগ করা হবে। আইটিআই নন যারা, তাঁদের অষ্টম শ্রেণি বা দশম পাস করলেই হবে।
বয়সসীমা
আবেদনের ন্যূনতম বয়স ১৪ বছর। আবেদনকারীর ওজন ৪৫ কেজির মধ্যে থাকতে হবে। উচ্চতা ১৫০ সেন্টিমিটার ও ছাতি ৫ সেন্টিমিটার হতে হবে। কোনও অঙ্গ সংক্রান্ত সমস্যা থাকলে আবেদন গৃহীত হবে না।
কীভাবে নিয়োগ
অনলাইনে আবেদন জমা করতে হবে। বাছাই হলে ওই আবেদনকারীকে লিখিত পরীক্ষা দিতে হবে। যোগ্যতা অর্জন করলে ই-মেলের মাধ্যমে ইন্টারভিউর দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।