স্কুলজীবনে এনসিসি (NCC) করতেন! তাহলে এবার ভারতীয় সেনাবাহিনীতে কাজের সুযোগ পেয়ে যেতে পারেন আপনিও। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আগ্রহী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। ভারতীয় সেনাবাহিনীর (Indian Army Recruitment 2022) অফিশিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in -এখানে গিয়ে আবেদন করতে পারবেন। দেখে নিন সম্পূর্ণ পদ্ধতি।
৫৩ কোর্স
এই স্কিমে মোট ৫০ জন পুরুষ ও ৫ জন মহিলাকে নিয়োগ করা হবে।
যে কোনও একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে চাকরিপ্রার্থীকে। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ফাইনাল ইয়ারের ছাত্ররাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে তিন বা চার বছরের ডিগ্রি কোর্সের প্রথম ২-৩ বছরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।
এই পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়স ১৯-২৫ বছরের মধ্যে হতে হবে।
এই পদে চাকরি পেলে মাসিক বেতন হবে ৫৬,১০০ টাকা থেকে আড়াই লক্ষ টাকা।
এই পদে দুই ধাপে প্রার্থী বাছাই হবে।
আবেদন করতে ইচ্ছুক হবে joinindianarmy.nic.in- এই সাইটে গিয়ে ক্যাপচা কোড দিতে হবে। এখানে অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর নিজেকে রেজিস্টার করতে হবে। এরপর প্রার্থীদের ফর্মের হার্ড কপিও বের করতে হবে।