ন্যাশনাল পপুলেশন এডুকেশন প্রজেক্টে (NCERT) নিয়োগের বিজ্ঞপ্তি। জুনিয়র প্রজেক্ট ফেলো হিসেবে নিয়োগ করা হবে। আবেদনকারীকে ফিজিক্যাল এডুকেশন, যোগা, স্পোর্টস বা সোশ্যাল সায়েন্স, যে কোনও একটি বিষয়ে ৫৫ শতাংশ নম্বর থাকতেই হবে।
শূন্য়পদ
জুনিয়র প্রজেক্ট ফেলো এই পদে মোট ২টি শূন্যপদ আছে।
বয়সসীমা
এই পদে আবেদনের সর্বাধিক বয়স ৪০ বছর।
বেতন
নেট কোয়ালিফায়াড যোগ্য প্রার্থীরা এই পদে ২৫ হাজার টাকা বেতন পাবেন। নেট কোয়ালিফায়াড নন যারা, আবেদনকারীরা ২৩ হাজার টাকা বেতন পাবেন।
কীভাবে আবেদন
৩০ এপ্রিল, ২০২৪, এই দিন বিকেল সাড়ে ৫টার মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীকে ৩ মে, ২০২৪-এ DESS NCERT-এ গিয়ে ওয়াক ইন ইন্টারভিউ দিতে হবে।