অধ্যাপক এবং সহকারী অধ্যাপক পদে নিয়োগ করবে NCERT। ওই পদগুলির জন্য যাঁরা আবেদন করতে চান জেনে নিন বিস্তারিত তথ্য।
পদের নাম-
প্রফেসার, অ্য়াসোসিয়েট প্রফেসর এবং অ্য়াসিস্ট্যান্ট প্রফেসর
মোট শূন্যপদ-
মোট শূন্যপদের সংখ্যা ১২৩টি।
কোন পদে কটি শূন্যপদ রয়েছে?
প্রফেসর পদে শূন্যপদ-৩৩টি
অ্য়াসোসিয়েট প্রফেসর পদে শূন্যপদ- ৫৮টি
অ্য়াসিস্ট্যান্ট প্রফেসর পদে শূন্যপদ- ৩১টি
অ্য়াসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে শূন্যপদ- ১টি
কীভাবে আবেদন করা যাবে?
ওই পদগুলির জন্য অনলাইনে আবেদন করতে হবে। ncert.nic.in এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
কতদিন পর্যন্ত আবেদন করা যাবে?
১৬ অগাস্ট পর্যন্ত ওই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।
কবে থেকে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে?
২৭ জুলাই ২০২৪ থেকে আবেদন পত্র গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা-
UGC/NCERT এর অধ্যাপক পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত করা থাকে এক্ষেত্রেও সেই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন।
বেতন-
প্রফেসর পদের জন্য বেতন ১ লাখ ৪৪ হাজার ২০০ টাকা
অ্য়াসোসিয়েট প্রফেসর পদের বেতন- ১ লাখ ৩১ হাজার ৪০০ টাকা
এবং অ্য়াসিস্টেন্ট প্রফেসর পদের বেতন- ৫৭ হাজার ৭০০ টাকা।