নেতাজি সুভাষ ইন্সটিটিউড অফ টেকনোলজিতে চাকরির সুযোগ। একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
পদের নাম
প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর
শূন্যপদ
৩২২টি
শিক্ষাগত যোগ্যতা
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.E/ B.Tech/ B.S এবং M.E/ M.Tech/ M.S কিংবা M.Tech/ MBA/ M.COM বিষয়ে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে PHD থাকলেও চলবে।
বেতন
মাসিক বেতন ৫৭ হাজার ৭০০ থেকে ২ লক্ষ ১৮ হাজার ২০০ টাকা।
আরও পড়ুন - রাজ্য পুলিশে নিয়োগ, মাসিক বেতন ১৬ হাজার
বয়সসীমা
প্রফেসরের জন্য সর্বোচ্চ বয়স ৫৫ বছর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য ৩৫ এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদে আবেদনের সর্বোচ্চ বয়স হতে হবে ৫০ বছর।
আবেদন পক্রিয়া
চাকরিপ্রার্থীরা নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। (www.nsut.ac.in)তবে আবেদনের হার্ড কপি জমা করতে হবে বিশ্ববিদ্যালয়ে।
আবেদন ফি
সাধারণ প্রার্থীদের জন্য ২ হাজার এবং তফশিলি জাতি, উপজাতির জন্য ১ হাজার টাকা ফি ধার্য করা হয়েছে।
আবেদন জমা দেওয়ার ঠিকানা
The Registrar, Netaji Subhas University of Technology, Azad Hind Fauj Marg, Sector - 3, Dwaraka, New Delhi- 110078
আবেদনের শেষ তারিখ
১৭ অগাস্ট ২০২৩