ভারতীয় রেলে চাকরির সুযোগ (Railway Recruitment 2022)। সম্প্রতি সাউথ ওয়েস্টার্ন রেলে নিয়োগের নোটিফিকেশন এসেছে। আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। রেলের নোটিফিকেশনে জানা গিয়েছে, অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে।
শূন্যপদের সংখ্যা
ভারতীয় রেলের সাউথ ওয়েস্টার্ন বিভাগের (South Western Railways) নোটিফিকেশনে জানা গিয়েছে, ১৪৭টি শূন্যপদ আছে। পদের নাম গুডস ট্রেন ম্যানেজার (Goods Train Manager)। আগে এই পদের নাম ছিল গুডস গার্ড। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ২৫ এপ্রিল, ২০২২- এই তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন।
আরও পড়ুন: জেএনইউ'র ঘটনায় এবিভিপি'র সদস্যদের বিরুদ্ধে পাঁচটি ধারায় মামলা দায়ের করল পুলিশ
কীভাবে আবেদন করবেন
অফিসিয়াল ওয়েবসাইট -rrchubli.in-এ যান। হোম পেজে অফিসিয়াল বিজ্ঞপ্তির পাশে উপলব্ধ একটি অনলাইন আবেদন জমা দিতে লিঙ্কটিতে ক্লিক করুন। নতুন পেজ খুলে যাবে।
এবার রেজিস্ট্রেশন ট্যাবে ক্লিক করুন। প্রয়োজনীয় বিবরণ লিখতে হবে সেখানে। শংসাপত্র ও স্বাক্ষর আপলোড করতে হবে। যাদের আবেদনপত্র জমা পড়বে, তাদের মোবাইল নম্বর ও ইমেলে নোটিফিকেশন আসবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে আবেদনপত্রের প্রিন্ট আউট নিয়ে রাখুন।